পথরেখা অনলাইন : জেলার গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নে জামালদীতে টি.কে. গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় রোববার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিষ্ঠানটির পাটের গোডাউনে দুপুর দেড়টার দিকে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে। তবে প্রতিষ্ঠানের ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন আরও ছড়িয়ে পড়ে।
গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট অগ্নি নির্বাপণের কাজ শুরু করি। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও ছয়টি ইউনিট অগ্নি নির্বাপনে যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নি নির্বাপনে সমস্যা হচ্ছে বলে জানান তিনি। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
পথরেখা/আসো