• রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
    ২২ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৩:১৩

নোয়াখালীতে ছাত্রলীগ কর্মীরা কৃষকের ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন

  • সারাদেশ       
  • ২১ এপ্রিল, ২০২৪       
  • ৪৮
  •       
  • ২২-০৪-২০২৪, ০২:৫২:৩৯

পথরেখা অনলাইন : জেলার সদর উপজেলায় কৃষকের জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রলীগ কর্মিরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়ার ৫৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে দেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মি।

কৃষক জসিম উদ্দিন জানান, শ্রমিকদের বাড়তি মজুরি ও গ্রীষ্মের তাপদাহের কারনে দেশের অন্য জায়গা থেকে শ্রমিকরা এখনো আসা শুরু করেনি। তাই ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মিরা ২৫ শতাংশ জমিতে থাকা ধানগুলো কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।

কৃষক মাসুদ মিয়া জানান, অনেক পরিশ্রম করে এবার ৩০ শতাংশ জমিতে ধান চাষ করেছেন, খরচও হয়েছে অনেক টাকা। কিন্তু গরমের কারণে শ্রমিকরা কাজ করতে রাজি হচ্ছিল না। ফলে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ অবস্থায় কোন প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মিরা ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।

কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়া উভয়েই ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেওয়ায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমিক সংকটের কারণে যেসব কৃষক পাকা ধান ঘরে তুলতে পারছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকদের যেমন উপকার হচ্ছে, তেমনি কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা বাপ্পি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকবেন ছাত্রলীগ নেতাকর্মিরা।
পথরেখা /এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।