পথরেখা অনলাইন : ঈদুল আজহা উৎসবে বিশেষ অফার ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। ব্র্যান্ডের ভি আর ওয়াই সিরিজের বেশ কিছু স্মার্টফোন কিনলেই ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ উপহার মিলবে। যা ঈদ পর্যন্ত চলবে।
ভিভো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্র্যান্ডের ওয়াই-১৮, ওয়াই-১৭এস, ওয়াই-২৭এস, ওয়াই-৩৬, ভি২-৯ই মডেলের যেকোনো মডেল কিনলেই উপহার প্রযোজ্য হবে। উপহারে থাকছে রিরো বি-১০ নেকব্যান্ড, ছাতা, তিন শ টাকার রিরো ভাউচার, টি-শার্ট ও জিপি অফার।
কিছুদিন আগে উন্মোচিত হয় ওয়াই-১৮ মডেল। স্মার্টফোনে থাকছে ৯০ হার্জ হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা, মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসরসহ বিশেষ ফিচার। ওয়েভ অ্যাকুয়া ও মোকা ব্রাউন নামের নান্দনিক দুটি রঙে পাওয়া যাবে মডেলটি। দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে ভি সিরিজেও থাকছে বেশ কিছু অফার। ব্র্যান্ডটির ভি-৩০ ও ভি-৩০ লাইট স্মার্টফোন ঈদ আনন্দ বাড়িয়ে দিতে দিচ্ছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার। ভি-৩০ মডেল কিনলে উপহার থাকবে রিরো ঘড়ি ডব্লিউ-ওয়ান প্রো।
ভি সিরিজের সর্বশেষ আপডেট মডেল ভি-৩০ লাইট পছন্দ করেন তাদের ঈদকে রাঙাতেও উপহার দেবে ব্র্যান্ডটি। ভি-৩০ লাইট মডেলে ঈদ উপহারে থাকছে রিরো টিডব্লিউএস ওয়ারলেস এয়ারফোন এল-১৩। ঈদ উপহারের মিলবে ই-স্টোরে।
পথরেখা/এআর