• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৬:৩৬
অ্যাপল আইপ্যাড

অ্যাপল আইপ্যাড পাওয়া যাচ্ছে ২০০ ডলারে

পথরেখা অনলাইন : অ্যাপল স্মার্টফোনের নতুন সিরিজ ‘আইফোন ১৬’ নিয়ে তৈরি আলোড়নের মাঝেই এবার জানা গেল অ্যামাজনে বিশাল মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে অ্যাপল আইপ্যাডে। নবম জেনারেশনের আইপ্যাডের দাম ৩২৯ ডলার থেকে কমিয়ে ১৯৯ ডলার (বাংলাদেশী মুদ্রায় ২৩,৮০০ টাকার মতো)। এর চেয়ে কম মূল্যে আইপ্যাডের এই মডেলটি বিক্রি হয়নি এর আগে।

২০২১ সালের আইপ্যাডের (৯ম জেনারেশনের) এই বেইজ মডেলটিতে পাওয়া যাচ্ছে এই ছাড়। ১০.২ ইঞ্চি রেটিনা ডিসপ্লে-সমৃদ্ধ এই মডেলটিতে রয়েছে এ১৩ বায়োনিক চিপ- যেটা  এ ১২-এর তুলনায় সিপিইউ, জিপিইউ ও নিউরাল ইঞ্জিনের সক্ষমতা ২০ শতাংশ বৃদ্ধি করবে। ৬৪জিবি মেমোরি স্টোরেজের পাশাপাশি এতে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে আছে আইপ্যাডওএস ১৫। টাচ আইডি ও দীর্ঘ ব্যাটারি লাইফ-এর মতো ফিচারগুলোও এই মডেলটির উল্লেখযোগ্য ফিচারসমূহের মধ্যে অন্যতম।

উল্লেখ্য, গত বছর আইপ্যাডের নতুন কোন মডেল বাজারে না আনলেও চলতি বছরের মে মাসে ‘লেট লুজ আইপ্যাড’ ইভেন্টে অ্যাপল বাজারে নিয়ে আসে আইপ্যাড প্রো এবং আইপ্যাড এয়ার এর সাম্প্রতিক সংস্করণ। আর তখনই নবম জেনারেশমের আইপ্যাড তৈরি বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণাও দেয় আমেরিকার এই টেক জায়ান্ট। এর পাশাপাশি ২০২২ সালের আইপ্যাডের (১০ জেনারেশনের) দাম কমিয়ে ৩৪৯ ডলার নির্ধারন করে অ্যাপল।

অর্থাৎ আইপ্যাড ভক্তদের জন্য সুখবর দুটি। এক হলো নবম জেনারেশনের আইপ্যাড (২০২১ সাল) পাওয়া যাচ্ছে ২০০ ডলারের নিচে; যদিও এই মডেলের নতুন কোন ইউনিট অ্যাপল আর তৈরি করছে না। দ্বিতীয়ত, দশম জেনারেশনের আইপ্যাড এখন ৩৪৯ ডলারে পাওয়া যাচ্ছে অ্যাপলের যেকোনো শোরুম থেকেই।

চলতি বছরেই আইপ্যাড প্রো এবং আইপ্যাড এয়ার এর নতুন ভার্সন বাজারে এলেও অ্যাপল বিশ্লেষকদের ধারণা স্ট্যান্ডার্ড আইপ্যাডের নতুন ভার্সনও (১১ জেনারেশন) এবছরই বাজারে আসতে পারে। হয়তো সে কারণেই অ্যাপল নবম জেনারেশনের আইপ্যাড তৈরি বন্ধ করে দিয়েছে।  

তথ্যসূত্র: এনগেজেট
পথরেখা/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।