পথরেখা অনলাইন : প্রায় সাড়ে ৫ বছর আগে পুলওয়ামায় জঙ্গিহানার পরেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী— জঙ্গি দমনে নিয়োজিত জওয়ানদের হাতে আরও উন্নত মানের আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে। এর পরেই ভারতীয় সেনার দীর্ঘ দিনের দাবি মেনে ‘স্ট্যান্ডার্ড ওয়েপনস’ বদলে সক্রিয় হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক।
সেই ধারা মেনেই এ বার সেনার জন্য আমেরিকার সংস্থা সিগ সয়্যারের তৈরি ৭৩ হাজার সিগ ৭১৬ জি২ অ্যাসল্ট রাইফেলের বরাত দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, প্রাথমিক ভাবে যে ১০ হাজার সিগ ৭১৬ আনা হয়েছিল, সংঘর্ষের পরিস্থিতিতে তা ব্যবহার করে সন্তোষজনক ফল মিলেছে। সে কারণেই এই পদক্ষেপ। অন্য দিকে, সিগ সয়্যারের গোষ্ঠীর প্রেসিডেন্ট তথা সিইও রন কোহেন নতুন বরাত পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘‘ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টার অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’’
ভারতে তৈরি ৫.৫৬ মিলিমিটারের ইনসাসের বদলে ৭.৬২ মিলিমিটারের সিগ ৭১৭ রাইফেলই আগামী দিনে ‘স্ট্যান্ডার্ড ওয়েপন’ হিসাবে ব্যবহার করবে সেনার পদাতিক ব্যাটেলিয়নগুলি। গুলির ব্যাস এবং ওজন বেশি হওয়ায় ইনসাসের তুলনায় আমেরিকায় তৈরি এবং স্বয়ংক্রিয় রাইফেল অনেক বেশি প্রাণঘাতী। ১৬ ইঞ্চির ব্যারেলের এম-এলওএম হ্যান্ডগার্ড রাইফেলে রয়েছে ৬ পজিশন টেলিস্কোপিক স্টক, যার সাহায্যে শত্রুপক্ষকে আঘাত করা যাবে যে কোনও দিক থেকেই। প্রাথমিক ভাবে মোদীর ‘আত্মনির্ভরতার’ স্লোগানের কথা মাথায় রেখে ইছাপুরে তৈরি ‘ঘাতক’ রাইফেল কেনার কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত সুবিধা বিচার করে সিগের উপরেই ভরসা রাখল সেনা।
পথরেখা //