পথরেখা অনলাইন : বঙ্গোপসাগর আবারও ফুলে-ফেপে উঠছে। আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা হচ্ছে। যার জেরে আবার বৃষ্টি শুরু হতে পারে। আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রেখেছে হাওয়া অফিস। আরও বৃষ্টি হলে পরিস্থিতির অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর-পশ্চিম দিকে সরবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ওই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ২৩ সেপ্টেম্বরের মধ্যে। সে বিষয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।
শনিবার এবং রবিবার কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ২১ সেপ্টেম্বরই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার একই পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র। বাংলাদেশের সব জেলাতেই হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ভারতের দক্ষিণ জেলাগুলোতেও একই অবস্থা হতে পারে। তবে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
পথরেখা/আসো