- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
পথরেখা অনলাইন : গাজীপুরের শ্রীপুরে এলপি গ্যাসের একটি ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে তিন নারী দগ্ধ হয়েছেন।সোমবার সকালে শ্রীপুর ভাওয়াল রাজাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। দগ্ধ নারীরা হলেন হালিমা, হেলেনা ও রিতা। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যায়, রোববার থেকে একটি এলপি গ্যাসের ট্যাংকার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিল। সকালে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। পরে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলের পাশের বাসার ৩ নারী দগ্ধ হন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ অবস্থায় তিনজন নারীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার ৪০ শতাংশ পুড়ে গেছে।
পথরেখা/এআর
পথরেখা : আমাদের কথা