পথরেখা অনলাইন : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শারদীয় দূর্গাপুজা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, নির্বিঘ্নে, স্বস্তিতে ও শান্তিতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে। এই উৎসবে বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকবে।মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের জামালখানস্থ জে এম সেন হলের পূজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আমাকে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী করা হয়েছে। সেই হিসেবে বিভাগের ১০টি সাংগঠনিক জেলার মধ্যে ৯টি জেলায় আমি সরাসরি গিয়েছি। সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে পূজা ম-প পরিষদের সঙ্গে সমন্বয় সভা করেছি। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- এ বছর দুর্গাপূজা নির্বিঘ্নে, স্বস্তিতে, শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এটাই আমাদের প্রত্যাশা। আর সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, আছে ও থাকবে।’
এসময় নগর বিএনপি’র সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, ‘প্রতিটি পূজা মণ্ডপে এ উৎসব যেন শৃঙ্খলা ও সুন্দরভাবে উদযাপিত হতে পারে, সে বিষয়ে সর্বদা প্রস্তুত আছে বিএনপি। যে কোনো সুযোগ সুবিধা জানাতে বিএনপি’র গঠিত সেল এ যোগাযোগ করবেন। এ উৎসব শুধু সনাতনীদের উৎসব নয়, এটা এখন সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসবে আমরা শামিল হতে চাই। আপনাদের এ উৎসবে আমরা পাশে থাকবো।’
পথরেখা/এআর