• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৭:৪৫

যুক্তরাষ্ট্র নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত : হ্যারিস

  • আন্তর্জাতিক       
  • ২৩ অক্টোবর, ২০২৪       
  • ৩৬
  •       
  • ২৩-১০-২০২৪, ২০:১২:৫৫

পথরেখা অনলাইন :  মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী কমলা হ্যারিস এনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য প্রস্তুত।

বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকায় ডেমোক্র্যাট দলীয়
প্রার্থী হ্যারিস এবং ট্রাম্প উভয়েই ভোটারদের আকৃষ্ট করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টার সাথে প্রতিযোগিতাও আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠেছে।

জাতীয়ভাবে পরিচালিত জরিপ এবং সাতটি গুরুত্বপূর্ণ রাজ্যে হ্যারিস এবং ট্রাম্পের মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে জানা গেছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়। মঙ্গলবার এনবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে হ্যারিস বলেছেন, ‘আমার ইভেন্টগুলোতে আসুন এবং আপনি দেখতে পাবেন সেখানে পুরুষ এবং মহিলা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বে আমার যে অভিজ্ঞতা হচ্ছে তা হলো এটা স্পষ্ট যে কারো লিঙ্গ নির্বিশেষে তারা জানতে চায় তাদের খরচ কমানোর পরিকল্পনা প্রেসিডেন্টের রয়েছে। আমাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমেরিকাকে সুরক্ষিত রাখার পরিকল্পনা ও প্রেসিডেন্টের রয়েছে।

হ্যারিস আরো বলেন, তিনি মনে করেন আসন্ন মার্কিন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, এটি কেবল পরিবর্তনের জন্য নয়, বরং একটি নতুন যুগের অধ্যায় যাতে পরিষ্কারভাবে বুঝা যায় যে, আমেরিকানরা বিভক্ত নয়।’

নির্বাচিত হলে হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট এবং বারাক ওবামার পর দ্বিতীয় কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।

সাক্ষাতকারের সময় হ্যারিসকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি তার প্রার্থীতার ইতিহাস তৈরির সম্ভাবনা সম্পর্কে কথা বলছেন না। তিনি এই প্রশ্নটি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আচ্ছা, আমি স্পষ্টতই একজন নারী। বেশিরভাগ লোকরা যে বিষয়টির প্রতি সত্যিই যত্নশীল তা হলো আপনি কি কাজটি করতে পারেন এবং আপনার কি আসলেই সেগুলোতে ফোকাস আছে?’

হ্যারিস আত্মবিশ্বাসের সাথে বলেছেন, তিনি যৌনতাকে থামানোর বিষয়ে উদ্বিগ্ন নন। তিনি বলেছেন, ‘আমার চ্যালেঞ্জ হল আমি যতটা সম্ভব ভোটারের সাথে কথা বলতে এবং শুনতে ও তাদের ভোট পেতে পারি তা নিশ্চিত করা। আমি কখনোই ধরে নেব না যে আমাদের দেশে কেউ তাদের লিঙ্গ বা তাদের বর্ণের ভিত্তিতে একজন নেতা নির্বাচন করবে, পরিবর্তে সেই নেতাকে পদার্থের ভিত্তিতে ভোট অর্জন করতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে ও জনগণকে অনুপ্রাণিত করতে তারা কি করবে।

নবিসি সাক্ষাতকারে হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে  প্রেসিডেন্ট জো বাইডেনের পারফরম্যান্স সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তাকে নির্বাচনী দৌড় থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তবে তিনি পর্দার পেছনে তাকে যা দেখেছেন তাতে উনাকে সৎ মনে হয়েছিল।

ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘জো বাইডেন অত্যন্ত নিপুণ, অভিজ্ঞ এবং প্রতিটি ক্ষেত্রে সক্ষম।যা দেখে যে কেউ প্রেসিডেন্ট হতে চাইবে।’

তিনি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের অব্যবস্থাপনার কারণে অর্থনীতির ক্ষেত্রে যা ভেঙ্গে গেছে তার অনেক কিছু ঠিক করার জন্য আমরা যা করেছি তার নেতা হওয়ার বিষয়ে জো বাইডেন এমন কাজ করেছেন। আমি কেবল আন্তরিকতার সাথেই কথা বলি না, তাকে এই কাজটি করতে দেখে সত্যিকার অর্থে কথা বলি।’
পথরেখা/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।