• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
    ১০ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২২:৪১

সুনামগঞ্জে কমতে শুরু করেছে সবজির দাম

  • সারাদেশ       
  • ০৪ নভেম্বর, ২০২৪       
  • ২৩
  •       
  • ০৪-১১-২০২৪, ১৮:৩২:৩৭

পথরেখা অনলাইন : স্থানীয় সবজি বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করায় জেলায় কমতে শুরু করেছে সবজির দাম। সোমবার শহরের সবজির বাজারে গিয়ে দেখা গেছে, সবজি ব্যবসায়ীরা স্থানীয় সবজি নিয়ে বাজারে পসরা সাজিয়ে বসেছেন।

সকালে পৌর কিচেন মার্কেটে সবজি কিনতে আসা দেবাশীষ দে জানান, গত সপ্তাহে সকল ধরনের সবজি ছিল একশত টাকার ওপরে। এখন ৫০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

একই সবজির বাজারের ক্রেতা আব্দুর রহিম জানান, স্থানীয় সবজি বাজারে আসায় সবজির দাম অনেকটা কমেছে। তবে স্থানীয় সীমে দাম এখনও একশত টাকার ওপরে রয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, শসা ২৫ থেকে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা কেজি, জিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা কেজি, লাউ ৪০ থেকে ৫০ টাকা প্রতি পিছ, বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি,  করলা ৬০ থেকে ৭০ টাকা কেজি, গাজর ১৩০ থেকে ১৫০ টাকা কেজি, লালশাক প্রতি আটি ১০ থেকে ১৫ টাকা, ডাটা প্রতি আটি ২০ থেকে ২৫ টাকা,মুলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকা, স্থানীয় সীম একশত টাকা থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।   

সবজি ব্যবসায়ী রিপন মিয়া জানান, স্থানীয় সবজি বাজারে আসতে শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্যে সবজির দাম আরও কমবে। তিনি জানান, যে লাউ গত সপ্তাহে একশত টাকায় বিক্রি হত আজ একই সাইজের লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রিপন আরও জানান, পাশ্ববর্তী জেলা ময়মনসিং ও নেত্রকোনা বন্যা হওয়ায় এদুটি জেলা থেকে এবার সবজি না আসায় সুনামগঞ্জে সবজির দাম বেড়েছে। কারণ সুনামগঞ্জ হাওর এলাকা হওয়ায় হাওরের পানি নামার পর চাষীরা সবজি চাষ করেন। তিনি জানান, স্থানীয় সবজির চাহিদা বেশী রয়েছে।

 জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। বেগুন চাষ হয়েছে ১ হাজার ৫১২ হেক্টর জমিতে, ১ হাজার ১৫৬ হেক্টর জমিতে মুলা চাষ হয়েছে, সীম চাষ হয়েছে ১ হাজার ৭৪১ হেক্টর জমিতে, ডাটা ৫৫৫ হেক্টর জমিতে, ১৯৫ হেক্টর জমিতে করলা চাষ করা হয়েছে।

লাউ চাষ করা হয়েছে ১হাজার ২৩০ হেক্টর জমিতে, ৭৮০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া, ৭৯৫ হেক্টর জমিতে ফুলকপি, ৬১১ হেক্টর জমিতে বাধা কপি, ৪৪৭ হেক্টর জমিতে শসা, ৫৩৪ হেক্টর জমিতে লালশাক, ১৬৯ হেক্টর জমিতে রাইশাক, ১৯১ হেক্টর জমিতে বরবটি,  ৪০ হেক্টর জমিতে গাজর, ৬ হেক্টর জমিতে স্কোয়াশ, ৪৩ হেক্টর জমিতে পালংশাক, ১৪০ হেক্টর জমিতে পুঁইশাক, ৩১৭ হেক্টর জমিতে খিরা, ৫ হেক্টর জমিতে শালগম, ৭ হেক্টর জমিতে ওলকপি, ১২ হেক্টর জমিতে কলমিশাক, ৬ হেক্টর জমিতে পেঁপে, ১১০ হেক্টর জমিতে উচ্ছে চাষ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জানান, জেলায় এবছর ১২ হাজার ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতের সবজি চাষ হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় লাউ, মূলা, লালশাক, ডাটা, আগাম জাতের সীম বাজারে আসতে শুরু করায় সুনামগঞ্জে শীতকালীন সবজি দাম কমতে শুরু করেছে।
পথরেখা/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।