• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৭:২৩
সিএনএনকে লিকম্যান

ইতিহাস গড়তে চলেছেন কমলা হ্যারিস

  • আন্তর্জাতিক       
  • ০৫ নভেম্বর, ২০২৪       
  • ২৭
  •       
  • ০৫-১১-২০২৪, ২১:৩৪:৪৬

পথরেখা অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে। যা চলবে রাত ৯টা পর্যন্ত। এ নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেছেন অধ্যাপক লিকম্যান।

সর্বশেষ যুক্তরাষ্ট্রের ১০ প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ৯টিতে সঠিক ভবিষ্যদ্বাণী করেন ইতিহাসের অধ্যাপক লিকম্যান। তার বিশ্বাস ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হাতে যাবে হোয়াইট হাউজে যাওয়ার চাবিটি।

জনমত জরিপগুলোতে ধারণা পাওয়া যাচ্ছে, নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।

কিন্তু অধ্যাপক অ্যালেন লিকম্যানের পদ্ধতি যাকে ‘হোয়াইট হাউজের চাবি’ বলা হয় তাতে জরিপের তোয়াক্কা করা হয় না। তার বদলে কে হতে পারেন সফল প্রার্থী তা বের করতে সংগ্রহ করা তথ্যগুলো ১৩টি মেট্রিক্স প্রয়োগের মাধ্যমে যাচাই করা হয়।

সিএনএনকে প্রফেসর লিকম্যান বলেন, কেন আমি নিশ্চিত যে হ্যারিস জিততে যাচ্ছেন? কারণ জরিপ শুধু সম্ভাবনার কথা বলে আর আমার পদ্ধতি জরিপ উপেক্ষা করে।

২০১৬ সালে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্পের জয়ের সঠিক ভবিষ্যদ্বাণী করা এই অধ্যাপক জরিপগুলোকে ‘তাৎক্ষণিকভাবে গ্রহণ করা’ বর্ণনা করে বলেন, জনগণ জরিপকারীদের প্রশ্নে সাড়া দেয় না, তারা মিথ্যা বলে, তারা তাদের মন পরিবর্তন করে আর সম্ভাব্য ভোটার কারা তা তাদের অনুমান করতে হয়।

অধ্যাপক লিকম্যান ১৯৮০ দশকে রুশ ভূতত্ত্ববিদ ভ্লাদিমির কিলিস-বোরাকের সঙ্গে মিলে পদ্ধতিটি উদ্ভাবন করেন। তার এই পদ্ধতিতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলের ওপর চোখ রেখে ১৩টি সত্য-মিথ্যা বিবৃতির মাধ্যমে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয়।

যদি এগুলোর মধ্যে ছয়টি বা তারও বেশি বিবৃতি মিথ্যা হয়, তাহলে বিরোধীদলীয় প্রার্থী- এই ক্ষেত্রে জনাব ট্রাম্প- জয় পাবেন বলে ভবিষ্যদ্বাণী করা হয়।

লিকম্যানের পদ্ধতি এখন দেখাচ্ছে ১৩টি বিবৃতি বা চাবির মধ্যে আটটি হ্যারিসের পক্ষে আর তিনটি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর পক্ষে আছে।

শুধু ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অধ্যাপক লিকম্যানের এই পদ্ধতি সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারেনি। সেবার ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে পাঁচটি বিবৃতি মিথ্যা হয়েছিল, তাই লিকম্যানের অনুমান ছিল ডেমোক্র্যাট প্রার্থী তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আল গোর জয়ী হবেন।

গোর পপুলার ভোটে জিতলেও নির্বাচনের ৩৬ দিন পর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইলেকটোরাল কলেজের ভোটে রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশকে জয়ী ঘোষণা করেন।
পথরেখা/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।