• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০৭:৫৯

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে সৌদি প্রিন্স

  • আন্তর্জাতিক       
  • ২০ নভেম্বর, ২০২৪       
  • ২৫
  •       
  • ২০-১১-২০২৪, ২২:৩৩:৩৩

পথরেখা অনলাইন : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিছু অসার প্রকল্পে তেল-সমৃদ্ধ দেশটির রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের পাশাপাশি অধিকারও লঙঘন করছেন। হিউম্যান রাইটস ওয়াচ বুধবার একথা জানিয়েছে।

নিউইয়র্ক-ভিত্তিক সংস্থাটির ৯৩ পৃষ্ঠার এক প্রতিবেদনে বিষদ বিবরন দিয়ে বলা হয়েছে, কীভাবে মোহাম্মদ বিন সালমান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ওপর তার নিয়ন্ত্রণ নিয়েছেন, যে প্রতিষ্ঠানটি এখন এক দশক আগের ৮৪ বিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৯২৫ বিলিয়ন মূল্যের সম্পদ পরিচালনা করছে। মানবাধিকার সংস্থাটি ২০১৭ সালে শুরু হওয়া হাই-প্রোফাইল দুর্নীতিবিরোধী অভিযানের সময় মোহাম্মদ সালমান অভিজাত সৌদিদের কোম্পানি ও সম্পদ জব্দ করেন বলে অভিযোগ এনে বলেছে যে, ওই বছরই তিনি তার পিতা বাদশাহ সালমানের উত্তরসূরি হিসেবে যুবরাজ (ক্রাউন প্রিন্স) মনোনিত হন। পরে পিআইএফ এই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটির নিয়ন্ত্রন নিয়ে নেয়।

প্রতিবেদনে পিআইএফ’র মালিকানাধীন কোম্পানিগুলোর তহবিল যুবরাজ মোহাম্মদের স্বপ্নের ‘ভিশন ২০৩০’এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে ব্যবহার করা হয়। সৌদি অর্থনীতিতে বৈচিত্র আনতে এই ভিশন ২০৩০ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সৌদি মরুভূমিতে ভবিষ্যত মেগা-সিটি নিওম তার এই পরিকল্পনার মধ্যে অন্যতম । এ প্রকল্পের স্থানে বাসবাসরত সেখানকার বাসিন্দাদের উচ্ছেদ করা হয়। উপকূলীয় শহর জেদ্দায় বিলাসবহুল বিপনীবিতান নির্মাণ ও পর্যটন উন্নয়নের পথ তৈরি করার জন্য স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। এর ফলে সেখানকার মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিআইএফ’র মাধ্যমে যুবরাজ সালমান তার একক সিদ্ধান্তে রাষ্ট্রীয় অর্থনৈতিক শক্তিগুলোকে একত্রিত করেছেন।

তবে পিআইএফ বিশ্বব্যাপী সৌদি আরবের সুনাম বাড়িয়ে দিতে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছে। যার মধ্যে খেলাধুলায় বিশাল বিনিয়োগের মাধ্যমে বিশ্বের শীর্ষ ফুটবলার, টেনিস তারকা, গলফার ও ফর্মুলা ওয়ানকে উপসাগরীয় রাষ্ট্রটিতে আকৃষ্ট করেছে। ফিফা কংগ্রেস ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের বিড আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য প্রস্তুত রয়েছে। সৌদি আরবই এ আয়োজনের একমাত্র প্রার্থী। সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক হওয়া মোহাম্মদ বিন সালমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি।’
পথরেখা/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।