পথরেখা অনলাইন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার পরই লালমনিরহাটে পদত্যাগের হিড়িক পড়েছে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটির তালিকা শনিবার বিকেলে প্রকাশ হলে রাতেই সেই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন অনেকে।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে দাবি তুলেছেন এই কমিটিতে ছাত্রলীগের কর্মীরা রয়েছেন।
যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে আছেন, যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, তানভীরুল ইসলাম, সায়েম আদনান অরকু, জোনায়েদ হোসেন আবির, আব্দুল্লাহ আল নোমান, মাহমুদুল হাসান আবির, হাসান আল মোহসিন, রবিউল ইসলাম রানা, রুবায়েদ খন্দকার প্রান্ত। তাদের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে পদত্যাগের সংখ্যা প্রায় ১৮/২০ জন।
গত ২৪ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ১১০ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে শামস্ বিন শাহারিয়ার নাঈমকে আহ্বায়ক, হামিদুর রহমানকে সদস্য সচিব ও সবুজ মিয়াকে মুখ্য সংগঠক করা হয়।
শনিবার বিকেলে জেলা কমিটির তালিকা প্রকাশ হলে রাতেই অনেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস ও লাইভে বক্তব্য রাখেন।
পদত্যাগকারীদের অনেকেই দাবি করেছেন, যারা আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি তাদেরকে তদবিরের মাধ্যমে নেতা বানানো হয়েছে। অপর দিকে অনেকেই আন্দোলনের শুরু থেকে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও কোনো সম্মানজনক পদ দেওয়া হয়নি। বৈষম্যবিরোধী কমিটিতেও বৈষম্যের শিকার হয়েছেন অনেকে। তাই তারা ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেছেন।
সদ্য ঘোষিত লালমনিরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করা কামরুজ্জামান সুমন বলেছেন, যে কমিটিতে ত্যাগীদের নাম নেই। সেই কমিটিতে নিজের নাম দেখতে চাই না। তাই স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
এক যুগ্ম সদস্য সচিব তানভীরুল ইসলাম বলেন, অগণিত সহযোদ্ধাদের কমিটিতে জায়গা দেওয়া হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে। সে কমিটিতে থাকতে চাই না। তাই পদত্যাগ করেছি। স্বদেশ প্রেমে পদ পদবির প্রয়োজন হয় না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ পদ সংখ্যা কম এবং তা সবাইকে দেওয়া সম্ভব না। কেন্দ্রীয় কমিটি সমাবেশ করে গেছেন। তারা যাকে যেখানে উপযুক্ত মনে করেছেন। তাকে সেই পদ দিয়েছেন। আমরা কোনো তালিকা কেন্দ্রে পাঠাইনি। লিখিত কোনো পদত্যাগপত্র না দিলেও নিজ নিজ ফেসবুকে প্রায় ১৭/১৮ জন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জেনেছি। বিষয়টি কেন্দ্রকে অবগত করা হয়েছে। ১১০ জনের কমিটিতে ১৭/১৮ জনের অনুপস্থিতিতে তেমন কোনো সমস্যাও হবে না। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পথরেখা/এআর