পথরেখা অনলাইন : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে, যেখানে পুরো কাপুর পরিবারকে একত্রে প্রস্তুতি নিচ্ছে। তবে এই প্রস্তুতি কেন? কোথায় যাচ্ছে গোটা কাপুর পরিবার? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মাঝে।
পরে জানা গেল কাপুর পরিবার আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন।
এটি বিশেষ কারণেই যাওয়া হচ্ছে। আসলে প্রবীণ বলিউড অভিনেতা রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপুর পরিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি পৌঁছেছে। রাজ কাপুরকে বলিউডের শোম্যান বলা হয়।
তিনি ভারতীয় সিনেমায় এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন, যেগুলি দর্শকরা এখনো পছন্দ করে।
রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপুর পরিবার বিশেষ উদযাপন পরিকল্পনা করছে ১৪ ডিসেম্বর। এই দিনটি উদযাপন করার জন্য, কাপুর পরিবার রাজ কাপুরের আইকনিক ১০০টি চলচ্চিত্র প্রদর্শন করবে ভারতজুড়ে ৪০টি শহর এবং ১৩৫ টি প্রেক্ষাগৃহে।
এদিকে ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে কাপুর পরিবারের সদস্যরা যেমন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, নীতু কাপুর, এবং কারিশমা কাপুর উপস্থিত ছিলেন।
এই উপলক্ষে পুরো কাপুর পরিবার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত ছিল। নীতু কাপুর ও কারিশমা কাপুরকে হাতির দাঁতের আনারকলিতে দেখা যায়। কারিনা কাপুর একটি লাল স্যুট পরেছিলেন, যার মধ্যে ফুলেল প্রিন্ট ছিল এবং সাইফ আলী খান কুর্তা পায়জামায় বরাবরের মতো সুদর্শন দেখাচ্ছিলেন। রণবীর কাপুর কোর্ট পরেছিলেন এবং আলিয়া ভাট লাল শাড়ি পরেছিলেন।
এই বিশেষ ট্রিপে আদার জৈন এবং আনিসা মালহোত্রাও যোগ দিয়েছিলেন, যাদের সঙ্গে ছিলেন আদারের বাবা মনোজ জৈন। রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উদযাপন আরও জাঁকজমকপূর্ণ করতে কাপুর পরিবার ভারতজুড়ে তার কিছু বিখ্যাত চলচ্চিত্র পুনরায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছে।
পথরেখা/এআর