পথরেখা অনলাইন : চলতি রবি ২০২৪-২৫ মৌসুমে নওগাঁয় ৭৬৩৫ সেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মোতাবেক গত বুধবার পর্যন্ত জেলায় ৫২৫০ হেক্টর জমিতে ভূট্টা চাষ সম্পন্ন হয়েছে যা লক্ষ্যমাত্রার শতকরা ৬৯ ভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, মৎস্য ও গবাদি পশুদের খাদ্য বর্তমানে ভুট্টা ব্যবহৃত হওয়ার ফলে জেলায় ভুট্টা চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ভুট্টার গাছ জ্বালানি হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
চলতি উল্লেখিত পরিমাণ জমি থেকে ৯৩,৩০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হবে বলে কৃষির বিভাগ প্রত্যাশা করছে।
কৃষি বিভাগের দেয়া তথ্য মতে উপজেলা ভিত্তিক ভুট্টা চাষের জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৮৩০ হেক্টর, আত্রাই উপজেলায় ৪৭২৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৪০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩১৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৪০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ৭৫ হেক্টর, পোরশা উপজেলায় ৩৮৫ হেক্টর, মান্দা উপজেলায় ৫১৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।
এদিকে ভুট্টা চাষে উৎসাহিত করতে জেলার ১৩০০ জন প্রান্তিক ভুূট্টা চাষীকে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। প্রত্যেক চাষীকে এক বিঘা জমির বিপরীতে ৭০০ টাকা মূল্যের ২ কেজি বীজ, ৪২০ কেজি মূল্যের ২০ কেজি ডিএপি সার এবং ২০০ টাকা মূল্যের ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেয়া হয়েছে। জেলায় মোট প্রণোদনা দেয়া বীজ ও সারের মূল্য ১৭ লক্ষ ১৬ হাজার টাকা।
পথরেখা/এআর