পথরেখা অনলাইন : দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এর প্রভাবে শনিবার সকাল থেকে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর ও বাউফল, দশমিনাসহ বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে নদ-নদী ও সাগর স্বাভাবিক রয়েছে। বৃষ্টির প্রভাবে শীতের প্রকোপ আরো বাড়তে পারে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (দুই) জানানো হয়েছে, নিম্নচাপটি শনিবার বিকেল ৫টায় পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে একহাজার ১৪০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল, এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। তাই পায়রা সমুদ্রবন্দরকে একনম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন উপজেলায় নিম্নচাপের প্রভাবে মাঠে থাকা আমন ধান, বাদাম ও আগাম তরমুজ চাষীরা দুশ্চিন্তায় রয়েছেন।
পথরেখা/এআর