পথরেখা অনলাইন : ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তাদের জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, ব্লু-ইকোনমি, পর্যটনসহ অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এফবিসিসিআই এবং ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সম্ভাবনাময় খাতসমূহ সরেজমিনে খতিয়ে দেখতে ইউকেবিসিসিআই’র একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমেদ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাজ্যের কোন ব্যবসায়ী প্রতিনিধি দলের এটিই প্রথম বাংলাদেশ সফর।
মতবিনিময় সভায় বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের ওপর বিশেষ জোর দিয়ে এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমান বলেন, বাণিজ্য ও বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষে বাংলাদেশ প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক শক্তিশালী হলে উভয় পক্ষই তার সুফল পাবে। ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসায়ীসহ যুক্তরাজ্যের সকল উদ্যোক্তাকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতসমূহে বিনিয়োগ এবং বাজার সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
এসময় আঞ্চলিক এবং বৈশ্বিক সাপ্লাই-চেইনের সুফল কাজে লাগাতে- মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রভৃতি বিষয়ে দু’দেশকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি।
সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নের লক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন বাংলাদেশী বংশদ্ভূত যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার রূপা হক।
সভায় প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী উল্লেখ করে ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ বলেন, বিদেশী বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশেরর অর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দেন।
সভায় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. আব্দুল হক, প্রবীর কুমার সাহা, সাফকাত হায়দার, ওবায়দুর রহমান, গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) সভাপতি এবং এফবিসিসিআই’র সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর এবং ইউকেবিসিসিআই’র ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পথরেখা/এআর