• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
    ১০ মাঘ ১৪৩১
    ঢাকা সময়: ০৩:১৯

লিটন দাস বারবার শিকারের মুখে

পথরেখা অনলাইন প্রতিনিধি, কালিগঞ্জ : বিভিন্ন বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন লিটন কুমার দাস। ভাল-মন্দের মিশেলে ক্যারিয়ার পার করছেন উইকেট কিপার ক্যাম ব্যাটার। লম্বা সময় ধরে ব্যাট হাতে বাজে সময় কাটানোর কারণে বাদ পড়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থকে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন। ৩ ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন। 
 
গল্পটা লিটনের হলেও এখানে আরেকজনের নাম চলে আসে। রানপ্রসবা উইকেট হলেও শেষ ওভারে ২৩ রান তোলা সহজসাধ্য কাজ নয়। বোলিংয়ে আবার অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। কিন্তু দেয়ালে পিঠ ঠেকলে সামনে কী আছে, সেটি তো দেখার আর সুযোগ থাকে না। দলকে বাঁচাতে ’বুড়ো’ সামিউল্লাহ সিনওয়ারি প্রথম বল উড়িয়ে ফেললেন বাউন্ডারির ওপারে। পরের বল ওয়াইড, দ্বিতীয় বলে আফগান অলরাউন্ডার মারলেন চার। ২ বলে ১১ রান তুলে জয়ের আশা দারুণভাবে জাগিয়ে রাখে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট নিয়ে মোস্তাফিজ দেখালেন ব্যাটিং-সহায়ক উইকেটে অভিজ্ঞতার ঝলক।
 
আর শেষ বলে আরেকটি চার হজম করলেও ঢাকা ক্যাপিটালকে এনে দিয়েছেন ৬ রানের জয়। শুরু থেকে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল-চিটাগং কিংসের মতো দলগুলো লড়াই করছে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতে। ঠিক বিপরীত মেরুতে ছিল ঢাকা ও সিলেট, টেবিলের একদম নিচের দুটি জায়গা নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় চলছিল তাদের। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে নিজেদের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শোধ নিয়ে নিল ঢাকা। লিটন দাসের মনোমুগ্ধ ফিফটির সৌজন্যে টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা তোলে ৬ উইকেটে ১৯৬ রান। জয়ের জন্য ১৯৭ রান তাড়ায় নেমে ৭ উইকেটে ১৯০ রানে থামে সিলেটের ইনিংস।
 
প্লে-অফের আশা প্রায় নিভু নিভু ঢাকা ক্যাপিটালের। কিন্তু পথ হারানো দলটিতে থেকেই ছন্দ ফিরে পেলেন লিটন। ফর্ম হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে সুযোগ হয়নি তাঁর। সেই লিটনেরই বিপিএলের শেষ চার ইনিংস, ৭৩, ১২৫ *, ১৩ ও ৭০। ঢাকার বিপক্ষে খেলেছেন ৪টি করে ছক্কা ও চারে ৪৮ বলে ৭০ রানের অসাধারণ ইনিংসটি। এ লিটনই আবার আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে দর্শকদের কাছ থেকে ‘ভুয়া’ ধ্বনি শুনতে হয়েছে। ১৭ বলে ১৩ রানে হওয়া লিটন ফিল্ডিংয়ের সময় অসহায়ের মতো সেই দর্শকদের দিকে কিছুক্ষণ তাকিয়েও ছিলেন। পরের ম্যাচেই তো জবাবটা দিলেন। এদিকে দুঃসময়ে লিটনের পাশে রয়েছে রংপুর রাইডার্স। ক্যারিয়ারে ভালোর চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। সেটা তাঁর পারফরম্যান্সের কারণেই।
 
হ্যালির ধূমকেতুর মতো হঠাৎ করে তিনি কোনো এক সময় জ্বলে ওঠেন। ছন্দে না থাকা বাংলাদেশের এই ব্যাটারকে বিপিএলে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দুঃসময়ে তাঁর পাশে ঢাকার সঙ্গে থাকছে রংপুরও। এবারের বিপিএলে লিটন খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। স্টেডিয়ামে তাঁর ওপর দর্শকদের দুয়োধ্বনি সামাজিক মাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে খুব কম মানুষেরই সেটা নজর এড়িয়েছে। দলের একজন ক্রিকেটারের প্রতি এমন ‘আক্রমণের’ ওপর ফ্র্যাঞ্চাইজিটি তাঁর সমর্থনে একটি পোস্ট দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কয়েক ঘণ্টা পর লিটনকে নিয়ে পোস্ট করে রংপুর রাইডার্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিটনের কয়েকটি ছবি জোড়া লাগিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে রংপুর। সেখানে লেখা, ‘আমরা আপনার পাশে আছি লিটন কুমার দাস।’ রংপুর রাইডার্স লিখেছে, ‘লাল-সবুজের জার্সিতে ব্যাট হাতে লিখেছেন অসংখ্য রূপকথা। আমাদের দিয়েছেন উদযাপনের উপলক্ষ। আমরা সেই লিটন দাসকেই মনে রাখি। সমর্থন করি। শক্ত থাকুন লিটন কুমার দাস।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।