দেশকন্ঠ ডেস্ক : রাশিয়ার দাবি করেছে দাবি করেছে, ইউক্রেনের দুটি শহর খারসন ও বারদিয়ানস্ক অবরোধ করেছে রুশ সেনাবাহিনী। একই সঙ্গে ইউক্রেনের আরেকটি সামরিক অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এসব কথা বলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে খারসন শহরের নিয়ন্ত্রণ পুনরায় নিয়েছিল ইউক্রেন। শহরটি ইউক্রেনের দক্ষিণ দিকে অবস্থিত। আর বারদিয়ানস্ক একটি বন্দর শহর, যা ক্রিমিয়ার পূর্বে অবস্থান করছে। কোনাশেনকভ জানান, খারসনের কাছে হেনিচেস্ক ও চরনোবায়িভকা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী।
তার মতে, শনিবার ইউক্রেনের সামরিক অবকাঠামাতো আকাশ ও সমুদ্র থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা।
দেশকণ্ঠ/রাসু