দেশকন্ঠ প্রতিবেদন : সাতক্ষীরার সুন্দরবন থেকে চলতি বছর ১ হাজার কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫শ’ কুইন্টাল মোম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুই নৌকায় মোট ১৮ জনকে মধু সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে। তবে ১৫দিন আগে মধু আহরণের অনুমতি দেয়ায় মৌয়ালরা চিন্তিত। সাতক্ষীরার সুন্দরবন থেকে চলতি বছর ১ হাজার কুইন্টাল মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৫শ’ কুইন্টাল মোম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুই নৌকায় মোট ১৮ জনকে মধু সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে। তবে ১৫দিন আগে মধু আহরণের অনুমতি দেয়ায় মৌয়ালরা চিন্তিত।
১৬ মার্চ বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধু আহরণ উদ্বোধন করা হয়। সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন সংরক্ষণ, খুলনা অঞ্চলের মিহির কুমার দো।
বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা মহিলা মহিলা ভাইস খালেদা আয়ুব ডলি প্রমুখ। এ সময় মধু আহরণকারি জেলে দাতিনাখালির কোমর উদ্দীন বলেন, ১৫ দিন আগে মধু আহরণের অনুমতি দিয়েছে। এবার ১৫ আগে মধু কাটতে যাব।
দেশকণ্ঠ/রাসু