দেশকন্ঠ প্রতিবেদন : বাংলাদেশ-ভারতের সীমানার খুব কাছে পড়েছিল পাখা লাগানো একটি যন্ত্র। এলাকাবাসী কাছে গিয়ে বুঝতে পারেন সেটি একটি ড্রোন। খবর পেয়ে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দেশটির পুলিশের একটি সূত্র জানায়, শনিবার সকালে বাংলাদেশ সীমান্তের কাছে পেট্রাপোলে এ ড্রোনটি পাওয়া যায়। পুলিশের ধারণা ড্রোনটি অন্য দেশের।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সকাল ৮টার দিকে কালিয়ানিতে পঙ্কজ সরকার নামে একজনের জমিতে ড্রোনটি পড়েছিল। ফাঁকা জমিতে ড্রোন দেখে এলাকার মানুষ সেখানে ভিড় জমান। খবর পেয়ে ড্রোনটি থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় এক কেজির কাছাকাছি জিনিস বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে ড্রোনটির। যেহেতু ঘটনাস্থল থেকে আন্তর্জাতিক ভারত–বাংলাদেশ সীমানা খুব একটা দূরে নয়, তাই স্বাভাবিকভাবেই পুলিশ চিন্তিত। ওই সূত্রটি আরও জানায়, আপাতত ড্রোনটি বিদেশি মনে হলেও আরও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষত সেটি সীমান্তের ওপার থেকে এসেছে নাকি ভারতের সীমান্ত থেকে কোনো বাসিন্দা ছেড়েছিলেন সেই সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
দেশকন্ঠ/অআ