দেশকন্ঠ প্রতিবেদন : হাঙ্গর মাছের শুটকির দাম বেশি হওয়ায় উপকূলয়ীয় অঞ্চলে বেড়েছে হাঙ্গর মাছের শুটকির উৎপাদন। দেশের দক্ষিণাঞ্চলে প্রতিদিন বিপুল পরিমাণ সামুদ্রিক হাঙ্গর শিকার করছেন জেলেরা।
দেশের প্রচলিত অন্যান্য মাছের শুঁটকির চেয়ে হাঙরের শুটকির ভালো দামের পাশাপাশি চাহিদা থাকায় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যাচ্ছে বলে জানিয়েছন একাধিক জেলে ও ব্যবসায়ীরা। খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে বিভিন্ন চরে অন্তত ২০ টির বেশি শুঁটকিপল্লিতে হাঙরের শুঁটকি তৈরি করা হচ্ছে। বিদেশে হাঙরের শুঁটকি, তেল, চামড়া, দাঁত, কান, পাখা, হাড়সহ অন্য অঙ্গপ্রত্যঙ্গ চড়া মূল্যে বিক্রি হয়।
এদিকে ব্যাপকভাবে হাঙর নিধনের কারণে সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সামুদ্রিক মাছের ডিম থেকে অগণিত পোনা হলেও হাঙরের সংখ্যা দ্রুত বাড়ে না। জেলেদের জালে আটকা পড়ে হাঙর বিলুপ্ত হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ অনুযায়ী, হাঙর হত্যা ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, অ্যাকুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের প্রভাষক মীর মোহাম্মদ আলী জানান, সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় হাঙর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বিচার হাঙর নিধন করা হচ্ছে। সমুদ্রের জীববৈচিত্র্য অক্ষুণ্ন রাখতে আইনের যথাযথ প্রয়োগ করে হাঙর রক্ষায় উদ্যোগ প্রয়োজন।
দেশকণ্ঠ/রাসু