দেশকন্ঠ প্রতিবেদন : ১৭ পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করল দেশের অন্যতম শীর্ষ পত্রিকা দৈনিক আমাদেরসময়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার উৎসবমুখর পরিবেশ ছিল রাজধানীর তেজগাঁওয়ে পত্রিকাটির কার্যালয়ে। সকাল থেকেই শোবিজ অঙ্গণের তারকাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অফিস প্রাঙ্গণ। ছিলেন নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, নির্মাতাসহ শোবিজের অনেকেই।
আমাদেরসময়কে শুভেচ্ছা জানাতে আসেন চিত্রনায়ক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা শাবনাজ, অভিনেতা আজিজুল হাকিম, নিরব, ইমন, সাইমন সাদিক, সিয়াম আহমেদ, অধরা খান, তারিন জাহান, জিয়াউর হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, জ্যোতিকা জ্যোতি, আহসান হাবিব নাসিম, তানিন তানহা, নিকুল কুমার মণ্ডল, সীমান্ত আহমেদ।
সংগীতশিল্পী আসিফ আকবর, তরুণ মুন্সী, শুভ্রদেব, বেলাল খান, মিলন, লোপা হোসাইন, ঝিলিক, তানজীব সারোয়ার, লুভনা, শারমিন, খালেদ মুন্না, রেজওয়ান খান, অয়ন চাকলাদার, পাওয়ার ভয়েজের সজল, মাসুম, শামিম, হাসনাহেনা, জয়, খাইরুল ওয়াসি, নির্মাতা চয়নিকা চৌধুরী, কাজল আরেফিন অমি, কামরুজ্জামান সাগর, অনন্য মামুনসহ আরও অনেকেই।
দেশকন্ঠ/অআ