দেশকন্ঠ প্রতিবেদন : করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সকাল নয়টায় শুরু হয়ে সাড়ে নয়টায় শেষ হয়েছে। তবে বরাবারে মতো শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু না করে শুরু হয়েছে টিএসসি থেকে। ঢাবি উপাচার্যের বাসভবনের সামনের চত্বর পেরিয়ে শোভাযাত্রা আবারও টিএসসিতে গিয়ে শেষ হয়।
১৪ এপ্রিল সকালে অসংখ্য মানুষের অংশ নেওয়া এই শোভাযাত্রাকে ঘিরে সতর্ক ছিল পুলিশ, র্যাবসহ আইন শৃংঙ্খলা রক্ষাবাহিনী। চারপাশে রশি দিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষকে নিয়ন্ত্রণে রাখে স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির সদস্যরা। লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয়েছে টেপা পুতুল, পাখাওয়ালা মাছ, ঘোড়া ও পাখির প্রতিকৃতি দিয়ে। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ইত্যাদি। বাহারি পোশাকে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে অংশ নেয় শোভাযাত্রায়। তবে শোভাযাত্রায় বিদেশিদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাদের অংশগ্রহণে শোভাযাত্রার শোভা আর বেড়েছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের ১৪২৯ এর প্রতিপাদ্য ‘তুমি, নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।
দেশকন্ঠ/অআ