দেশকন্ঠ ডেস্ক : নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সরকারের দায়মুক্তি দেয়ার যে অভিযোগ করা হয়েছে তাকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের ধর্ম, ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে রিপোর্ট প্রকাশের অনুরোধ করেন তিনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিবেদনে খালেদা জিয়ার মামলার বিষয়টিও আনা হয়েছে। সেটি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়টি এখানে নিয়ে আসা হয়েছে। তাকে রাজনৈতিক বন্দি বলা হয়েছে। তিনি তো রাজনৈতিক বন্দি নন।
তিনি আরও বলেন, 'আমরা আন্তর্জাতিক অঙ্গনে যতবার এ নিয়ে কথা বলেছি, সেখানে আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি। তাকে মানবিক কারণে জেল থেকে মুক্তি দিয়ে বাসায় থাকতে দেয়া হয়েছে। তার বিদেশে যাওয়ার প্রশ্নটাও অমূলক ছিল। ' রোহিঙ্গাদের বিষয়েও ভুল তথ্য দেয়া হয়েছে দাবি করে তিনি বলেন দশ থেকে বারো জন রোহিঙ্গা ভাসানচর থেকে পালানোর সময় নৌকাডুবি হয়ে তাদের মৃত্যু হয়েছে। এর দায় আমাদের ঘাড়ে চাপানো হয়েছে।
দেশকন্ঠ/রাসু