দেশকন্ঠ প্রতিবেদন : বঙ্গোপসাগরের ভাষানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে ডুবে যাওয়া কয়লা বোঝাই জাহাজের ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর মিডিয়া বিভাগের কর্মকর্তা আব্দুল মোমিন জানায়, নোয়াখালী এবং হাতিয়ার মাঝামাঝি এলাকায় ভাষানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘সজল তন্ময় ২’ ডুবে যায়।
খবর পেয়ে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ টেঙ্গুইন উদ্ধার অভিযানে যায়। তবে নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগে আশপাশে থাকা কয়েকটি বেসরকারি জাহাজ নাবিকদের উদ্ধার করে। তাদের মধ্যে আকিজ লজিস্টিকের জাহাজ একজন নাবিককে, টিটু নামের জাহাজ চারজনকে, আকিজ শিপ একজনকে, এমটি করিম দুইজনকে, তিন্নি জাহাজ একজনকে উদ্ধার করেছে। আর কোনো নাবিক নিখোঁজ নেই বলে জাহাজ সূত্রে জানা গেছে।
দেশকন্ঠ/অআ