দেশকন্ঠ প্রতিবেদন : কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ কৃষিতে নানা উন্নয়নমূলক কাজ করে গেছে বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘আজ তরুণ প্রজন্ম এগুলো জানে না। কারণ, আমরা গণতান্ত্রিক সরকার হারিয়েছি।’মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মিলায়তনে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিকে এত ভয় পায় কেন? তারা যদি ভালো কাজ করে মানুষ তাদের এমনিতেই ভোট দেবে।’ বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘প্রযুক্তির সংগ্রামের পাশাপাশি আমাদের গণতন্ত্রের সংগ্রামেও ঝাঁপিয়ে পড়তে হবে।’
সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কাদের গণি চৌধুরী, কৃষিবিদ শফিউল আলম দিদারসহ অন্যরা।
দেশকণ্ঠ/রাসু