দেশকন্ঠ প্রতিবেদন : নীলফামারীতে ইট বোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে সেচ ক্যানেলে পড়ে গেছে। এখনো খোঁজ মেলেনি ট্রাকের চালক কিংবা সহকারীর। ২২ এপ্রিল সকালে সৈয়দপুর থেকে জেলা শহরের প্রবেশ মুখ কালিতলা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা মেট্রো ট-২০-৪০৮৫ নম্বরের এ ট্রাকটি ছয় হাজার ইট নিয়ে নওগাঁ থেকে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ যাচ্ছিল। পথে কালিতলা বাস টার্মিনাল এলাকার ব্রিজের পশ্চিম দিকের রেলিং ভেঙে ট্রাকটি তিস্তা সেচ ক্যানেলে পড়ে যায়।
ইটের মালিক মোতাহার হোসেন জানান, ওই গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করে নওগাঁ থেকে ছয় হাজার ইট নেওয়াচ্ছিলাম। সকালে দুর্ঘটনার খবর পাই। দুপুরের ট্রাকটি ওঠানো হয় ক্যানেল থেকে। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, ট্রাকের চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। দুপুরের পর ট্রাকটি ক্যানেল থেকে উদ্ধার করা হয়। কেউ আহত হয়েছেন কিনা, তা জানা যায়নি। চালকের তন্দ্রাভাবের কারণে এমনটি হয়ে থাকতে পারে।
দেশকন্ঠ/অআ