দেশকন্ঠ প্রতিবেদন : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ বাঁধ ভেঙে হালির হাওরে পানি ঢুকছে। ২৫ এপ্রিল গভীর রাতে বাঁধটি ভেঙ্গে যায়। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, হালির হাওরে এ বছর সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। অর্ধেকের বেশি পরিমাণ জমির ধান এখনো কাটা হয়নি। বাঁধ ভেঙে পানি ডুকে নিমিষেই তলিয়ে যাচ্ছে আধা কাচা-পাকা ধান। কৃষি বিভাগ বলছে, হালির হাওরের প্রায় ৮০ শতাংশ ধান ইতোমধ্যে কাটা হয়ে গেছে।
কৃষক সুব্রত সরকার বলেন, ‘ঢলের পানি আসার পর থেকে হাওরের বাঁধ রক্ষায় কৃষকরা অনেক চেষ্টা করেছেন। তবে শেষ রক্ষা আর হয়নি।’ আরেক কৃষক মোহাম্মদ নবী বলেন, ‘হালির হাওরের আাছানপুর এলাকায় পাউবোর বাঁধ ভেঙ্গে পানি ঢুকে নিমিষেই ফসল তলিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও বাঁধ রক্ষা করা যায়নি।’
দেশকন্ঠ/অআ