দেশকন্ঠ প্রতিবেদন : গত কয়েকদিনে অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলের শত শত বিঘা ধানের মাঠ প্লাবিত হয়েছে। কৃষকরা পানিতে নিমজ্জিত পাকা ও আধা পাকা ধান কেটে তুলতে ব্যস্ত সময় পার করছেন। ধানের মাঠ তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবি করেন।
সরেজমিন একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে শিবচর উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা ইউনিয়নের নদী তীরবর্তী শত শত বিঘা ধানের মাঠ তলিয়ে গেছে। কৃষকরা পানিতে তলিয়ে যাওয়া পাকা ও আধা পাকা ধান কেটে তুলছেন। দিন রাত কৃষকরা ধান তুলতে ব্যস্ত রয়েছেন। নদী তীরবর্তী বিস্তৃর্ণ ফসলের মাঠের ধান তলিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবি করেন। কৃষি বিভাগ থেকে এসকল এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছে। কৃষি বিভাগের মতে ১ হাজার ৫ শ’ বিঘা ধান তলিয়ে যাওয়ার কথা বলা হলেও কৃষকদের দাবি আরো অনেক বেশি।
চরজানাজাত ইউপি চেয়ারম্যান মো. রায়হান সরকার বলেন, আমাদের চরের শত শত বিঘা ধান পানিতে তলিয়ে পচার উপক্রম হয়েছে। কৃষকরা দিন রাত পানির মধ্যে থেকে ধান কেটে তুলতে ব্যস্ত রয়েছেন। আগাম পানি বৃদ্ধির কারনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায় বলেন, পানি বৃদ্ধির কারনে পদ্মা নদী তীরবর্ত্তী প্রায় ১৫ শ বিঘার ধান পানিতে তলিয়ে গেছে। কৃষকরা পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত রয়েছেন। কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে আগামীতে তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হবে।
দেশকণ্ঠ/রাসু