দেশকন্ঠ প্রতিবেদন : মূল্য কারসাজির অভিযোগে ফরিদপুর শহরের মুজিব সড়কে অবস্থিত বাটা শো-রুমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আরোপ ও আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরিদপুরের এক ভোক্তা নাতাশা হকের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচলানা করা হয়। ২৭ এপ্রিল বিকেলে বাটা শো-রুমে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এ ব্যাপারে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ফরিদপুরের সভাপতি শেখ ফয়েজ আহমেদ বলেন, অভিযোগকারী ভোক্তা নাতাশা হকের ক্রয়কৃত স্যান্ডেলের প্রাইস ট্যাগে প্রথমে ১২শ ৯৯ টাকা ছিল। পরবর্তীতে কারসাজি করে ওই স্যান্ডেলটির মূল্য ১৪শ ৯৯ টাকা করা হয়। এছাড়াও অভিযান চলাকালে বাটার শোরুমটিতে বিভিন্ন জুতা-স্যান্ডেলের প্রাইস ট্যাগ কারসাজির প্রমাণ পাওয়া যায়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, অভিযোগকারী ভোক্তা নাতাশা হক গত ১২ এপ্রিল মুজিব সড়কে (জনতার ব্যাংক মোড়ে) অবস্থিত বাটা শোরুম থেকে এক জোড়া স্যান্ডেল কেনেন। বাসায় গিয়ে স্যান্ডেলের প্রাইস ট্যাগ চেক করে দেখেন সেখানে দুটি প্রাইস ট্যাগ লাগানো। পরবর্তীতে বাটা শো-রুমকে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার না দেওয়ায় অভিযোগকারী প্রতিকার পেতে ভোক্তা অধিকারের হটলাইনে যোগাযোগ করেন এবং প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি আরও বলেন, অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রশাসক অতুল সরকারের সার্বিক সহযোগিতায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় সেখানে আরও বেশ কয়েকটি প্রোডাক্টে ডাবল প্রাইস ট্যাগ লাগানো দেখতে পায়। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ এবং বিক্রয় না করায় এবং ভোক্তাদের সঙ্গে মূল্য নিয়ে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান ও পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
দেশকন্ঠ/অআ