• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
    ১১ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:২০

সায়েদাবাদে রাতে যাত্রীর ভিড় বেড়েছে

  • জাতীয়       
  • ২৯ এপ্রিল, ২০২২       
  • ৭৪
  •       
  • ২৯-০৪-২০২২, ০৯:১৬:৪৪

দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীতে শুরু হয়েছে ঘরমুখো মানুষের চাপ। ২৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু। তাই ২৮ এপ্রিল অফিস শেষে অনেকেই ঈদের ছুটি কাটাতে বাড়ি যাচ্ছেন। সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে সন্ধ্যা গড়াতেই ভিড় বাড়তে থাকে, রাতে সেই ভিড় আরও বেড়ে যায়। তবে পরিবহন সংশ্লিষ্টদের কথায় ভিন্ন সুর। তারা বলছেন, প্রতি বছর স্বাভাবিক সময়ে ঈদে যাত্রীদের যে চাপ থাকে এবার সেই তুলনায় অনেকটাই কম। যারা যাচ্ছেন তাদের অধিকাংশই অগ্রিম টিকিট কেটেছেন। কাউন্টারগুলোতে বৃহস্পতিবারের যাত্রী কম। এদিকে, যাত্রীরা বলছেন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আগেই বাড়ি যাচ্ছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রী ও বাস কাউন্টারগুলোতে কথা বলে এমনটাই জানা গেছে। ইফতার শেষে অনেকেই এসেছেন বাস কাউন্টারগুলোতে। কেউ নিজে একা, কেউবা বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে, কেউ ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের নিয়ে। তারা সবাই ঈদের কেনাকাটাসহ প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি যাচ্ছেন। ঈদের ছুটিতে হবিগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার বিষয়ে বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইয়াস জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আগেই শেষ হয়েছিল। মায়ের চিকিৎসার জন্য একটু সময় লেগেছে। টিকিট পেয়ে বাসের জন্য অপেক্ষা করছি গ্রামের বাড়ি যাবো বলে। জ্যামের কারণে বাস আসতে কিছুটা দেরি করছে।
 
ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন মোহাম্মদ ইশতিয়াক জামিল। শেষ মুহূর্তে কয়েকটি রোজা পরিবারের সঙ্গে করতে অফিস শেষেই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন তিনি। ইশতিয়াক বলেন, রোজা আরও কয়েকটা বাকি। যে কয়েকটা রয়েছে সেগুলো পরিবারের সঙ্গে রাখতে চাই। তাছাড়া ঈদে যাতায়াতের শেষ মুহূর্তের ভোগান্তি এড়িয়ে যেতে আগেই চলে যাচ্ছি। এবার গামেন্টস ছুটিও কয়েক দফায় হওয়ার কথা রয়েছে। গামেন্টসে চাকরি করেন মনির হোসেন। গামেন্টস বন্ধ হওয়ায় সিলেটে গ্রামের বাড়ি যাচ্ছেন তিনি। এ সময় তিনি জানান, গার্মেন্টস ছুটি হয়ে গেছে তাই আজকে চলে যাচ্ছি। কাল-পরশু টিকিট পাওয়া নিয়ে ঝামেলা থাকতে পারে তাই আগেই যাচ্ছি। সন্ধ্যায় যাত্রীদের সংখ্যা বিকেলের চেয়ে বেশি ছিলো। তবে এ নিয়ে ভিন্ন কথা শোনালেন শ্যামলী পরিবহনের টিকিট বিক্রেতা প্রবিত্র। তিনি বলেন, ঈদের ছুটিতে যেমনটা আশা করেছিলাম তেমন যাত্রী নেই। কাল-পরশু কেমন হয় সেটা দেখে বোঝা যাবে লোকজনের চাপ বেড়েছে কিনা। গ্রিন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার আমিনুল ইসলাম তুষার বলেন, আমাদের সব যাত্রী অগ্রিম টিকিট যারা কেটেছে তারাই। নতুন আজ যেসব যাত্রী আসছে তারা টিকিট পাচ্ছে না। নতুন বাস না মানলে নতুন করে কাউকে টিকিট দেওয়াও যাচ্ছে না।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।