দেশকন্ঠ প্রতিবেদন : গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে দুই তলা ভবনের নীচতলার কক্ষে থাকা অনেক গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে গেছে। ১৫ মে ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে তালা মেরে চলে যান। রোববার সকালে স্থানীয় লোকজন ভবনটির ভেতর থেকে পোড়া গন্ধ ও ধোয়া দেখতে পান। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানকে অবগত করলে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে নির্বাচন অফিসের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া য্য়নি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জেলা নির্বাচন কর্মকর্তা তদন্ত করে আমাদেরকে প্রতিবেদন দেবেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্যা জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে।
দেশকন্ঠ/অআ