দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর মতিঝিলে ফুটপাত থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ মে মতিঝিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, আমারা খবর পেয়ে ভোররাতে মতিঝিল বিমান অফিসের সামনের রাস্তা থেকে মরদেহ উদ্ধার করি।
জানা গেছে, নুরুল ইসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌচাক শাখায় ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি আরও বলেন, নিহত নুরুল ইসলাম মতিঝিল এলাকায় ফুটপাতে ঘুমাতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
দেশকন্ঠ/অআ