দেশকন্ঠ প্রতিবেদন : সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানান তিনি। খবর বাসসের। রোববার আবুধাবিতে আরব আমিরাতের নব-নির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।
একই সঙ্গে শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান আরব আমিরাতের প্রেসিডেন্ট হওয়ায় তাকে অভিনন্দন জানান আব্দুল মোমেন। এসময় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, রাজ পরিবারের সদস্য, আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৩ মে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
দেশকন্ঠ/অআ