দেশকন্ঠ প্রতিবেদন : বরগুনা পৌর সুপার মার্কেটের পেছনের গলিতে আগুন লেগে দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ১৭ মে রাত ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেl আগুনের তীব্রতা বেশি হওয়ায় বেতাগী পাথরঘাটা ও আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আসে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে তার কসমেটিক্সের দোকান বন্ধ করে লাকুরতলা বাসায় যান তিনি। এসময় মার্কেটের পেছনের গলিতে আগুনের খবর পেয়ে তিনি ছুটে গিয়ে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে থাকা প্রায় ৬০ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
দেশকন্ঠ/অআ