দেশকন্ঠ প্রতিবেদন : বাতিল হয়ে গেছে অথবা আপডেট করা হয়নি এমন প্রায় ৯ লাখ অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে ফেলছে গুগল। গুগল জানিয়েছে, এটা কার্যকর হলে প্লে-স্টোর থেকে অন্তত এক-তৃতীয়াংশ অ্যাপ বাদ হয়ে যাবে। সম্প্রতি গুগল এবং অ্যাপল উভয়ই বাতিল অ্যাপগুলো নিয়ে কাজ শুরু করেছে, যা অন্তত গত দুই বছর ধরে হলো আপডেট করা হয়নি। এই হিসাবে গুগলের এমন অ্যাপ রয়েছে আট লাখ ৬৯ হাজার, আর অ্যাপলের রয়েছে সাড়ে ছয় লাখ।
সংবাদ মাধ্যম সিনেটের ভাষ্য অনুযায়ী, গুগল এই অব্যবহৃত অ্যাপগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। সরিয়ে ফেলার পর ডেভেলপাররা সেটাকে নতুন করে আপডেট না করা পর্যন্ত, ব্যবহাকারীরা সেটাকে আর ডাউনলোড করতে পারবে না। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই গুগল এবং অ্যাপল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করে সংবাদ মাধ্যম জি নিউজ। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে পুরনো অ্যাপগুলো নতুন অ্যাপের মতো অতিরিক্ত নিরাপত্তার সুবিধাগুলো নিতে পারবে না। ফলে পুরনো অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইস বা তথ্য অনিরাপদ হয়ে যাবে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে।
দেশকন্ঠ/অআ