দেশকন্ঠ প্রতিবেদন : ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবার পর এবার চাঁদপুরে নতুন মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটের সন্ধান পেলো পুলিশ। এটি মানুষের শরীরের ব্যথানাশক হিসেবে পূর্বে সেবন হলেও বর্তমানে এটি মাদক হিসেবেই পরিচিত। ঔষধ প্রশাসনের সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৬৫ ধারা মোতাবেক ‘খ’ শ্রেণীর মাদক হিসেবে ২০২০ সালের ৮ জুলাই এটি মাদক হিসেবে সংযুক্ত হয়। ১৯ মে রাতে শহরের বাসস্ট্যান্ড থেকে এক যুবককে এই ট্যাপেন্টাডল ট্যাবলেট নামের মাদকসহ আটক করে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার এস আই রাশেদুজ্জামান বলেন, আটককৃত যুবকের নাম শাহজাহান আহমেদ (২৬)। তার পিতা তসির আহমেদ। বাড়ি ভোলা সদর উপজেলার বেতুয়া গ্রামে। তার কাছ থেকেই ‘Tapentadol’ নামের ৯ শ’ ৮০ পিস ট্যাবলেট উদ্ধার করেছি। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, শাহজাহান আহমেদ নামের ওই যুবক ট্যাবলেটগুলো নিয়ে চাঁদপুরে ঢুকে পড়েছিলো। আমরা এই প্রথম ট্যাপেন্টাডল ট্যাবলেট নামে নতুন এই মাদকটি উদ্ধার করতে পারলাম। এই নতুন মাদক যেন সমগ্র জেলায় ছড়িয়ে না যায়, সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
দেশকন্ঠ/অআ