দেশকন্ঠ প্রতিবেদন : টাঙ্গাইলের কালিহাতীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে কালিহাতীর সল্লায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালযের শিক্ষার্থীরা। ১৯ মে দুপুর ১টার দিকে সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বখাটে শিশিরের বিচারের দাবিতে আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুইপাশে ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে কালিহাতী থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থীরা সকল প্রকার ক্লাশ-পরীক্ষা বর্জন করে ২৪ ঘণ্টার মধ্যে শিশিরকে গ্রেফতারের দাবি জানান। সেই সঙ্গে এ ঘটনার বিচার না হলে তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
জান গেছে, বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক সুশান্ত কুমার সূত্রধর ইভটিজিংয়ের প্রতিবাদ করেছিলেন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে বখাটে শিশির স্কুল প্রাঙনে প্রবেশ করে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যান। শিশির সল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসিরের ছেলে। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম বলেন, বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝে মধ্যেই এই বখাটে শিশির ছাত্রীদের উত্যক্ত করতেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া তার শাস্তির আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা বাড়িতে চলে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা বাংলানিউজকে বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষকদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বখাটে শিশিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, শিক্ষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেশকন্ঠ/অআ