দেশকণ্ঠ প্রতিবেদক : বিআরটিএ নোয়াখালী সার্কেল আয়োজিত মতবিনিময় সভায় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেছেন, ‘সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ ১৯ মে দুপুরে নোয়াখালী জেলায়, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনামূলক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মো. নাজিমুল হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী, মো. শহীদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার নোয়াখালী। মো. নাজিমুল হায়দার সভার সভাপতিত্ব করেন।
সভায় রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠানামা ও বাস কাউন্টার বন্ধ করা, অবৈধ দখলদার উচ্ছেদ করা এবং ফিটনেস ও রুট পারমিট বিহীন গাড়ি চলাচল বন্ধ করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান আরো বলেন, ‘সড়কের নিরাপত্তা ও শৃংখলা রক্ষা করতে হলে প্রথম দায়িত্ব সঠিক ও সুনিপণভাবে পালন করতে হবে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএর। তারপর পুলিশ বিভাগের। সর্বোপরি জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। তাহলে সড়ক অনেকটা নিরাপদ হবে। সড়কের নিরাপত্তা ফিরিয়ে আনার পাশাপাশি শৃংখলা বৃদ্ধিকরণের নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালী; প্যানেল মেয়র নোয়াখালী পৌরসভা; সহকারী পরিচালক বিআরটিএ সার্কেল নোয়াখালী; পরিবহন মালিক ও শ্রমিক সমিতির সভাপতি । এসময় পরিবহন মালিক, শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
দেশকণ্ঠ/রাসু