দেশকন্ঠ প্রতিবেদন : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে অতিবৃষ্টি আর উজানের ঢলে বিভিষন এলাকার 'লালমাটিয়া' বাঁধ ভেঙে গেছে। ফলে নতুন করে জশৌল, বিভিষন ও সিংগাবাদ পাথার এলাকার দুই হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। ২২ মে বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভির রহমান সরকার। জানা গেছে, লালমাটিয়া বাঁধ ভেঙে যাওয়ায় ধান পরিবহনের কাজে ব্যবহৃত প্রায় ১০০ ট্রাক্টর আটকা পড়েছে। ফলে বিকল্প পরিবহন হিসেবে ধান ঘরে তুলতে নৌকা ব্যবহার করছেন কৃষকরা। স্থানীয় কৃষক আলম বলেন, ‘প্রতি বছর ধান পানিতে ডুবলেও খাল খনন বা খালের উপর ব্রিজ নির্মাণ করতে কেউ ব্যবস্থা গ্রহণ করেনি। অসময় উজানের ঢলের কারণে আমরা কৃষকরা মানবেতন জীবন কাটাচ্ছি।’
রাধানগর ইউনিয়নের সদস্য মাহবুবুর রহমান বলেন, রোববার ভোরে বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে। লালমাটিয়া বাঁধের ভাঙনের বিষয়টি উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান বলেন, ‘বাঁধ ভাঙার খবর পেয়েছি। উজানের ঢলে তীব্র স্রোত থাকায় বাঁধটি মেরামত করা যায়নি।’
দেশকন্ঠ/অআ