দেশকন্ঠ প্রতিবেদন : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানদণ্ড পূরণ করতে পারলে মদ বিক্রির লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৪ মে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা করে লাইসেন্স দিচ্ছি। এর আওতা বাড়বে কিনা এটা নির্ভর করে নিয়ম কানুন কতটা মেনে চলছে তার ওপর। এটি একটি চলমান প্রক্রিয়া। যারাই আমাদের নিয়ম মেনে চলতে পারবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানদণ্ড পূরণ করতে পারবে, তাদের মদ বিক্রির লাইসেন্স দেওয়া হবে।’
তিনি বলেন, ‘একটি হলো সফট ড্রাগস, আরেকটি হার্ড ড্রাগস। সফট ড্রাগস সারা বিশ্বেই চলছে। আমাদের এখানেও লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে, কয়েকটি হোটেল, রেস্টুরেন্ট ও ক্লাবকে লাইসেন্স দিয়েছি। তারা শর্ত মেনে চলছে।’ এদিকে মাদকের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মাদকাসক্ত হলে মানুষ কী করে? তাদের যে জ্ঞান, তা হারিয়ে ফেলে, সবকিছু হারিয়ে ফেলে। সেটার জন্য তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন। আপনারা নিশ্চয়ই ঐশির কথা ভুলে যাননি। এ বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। আমরা সেই ব্যাপারে কাজ করছি।’
রাজধানীর কেরানীগঞ্জে এক মাদকাসক্ত সন্তানের অতাচারে অতিষ্ঠ মা-বাবার দৃষ্টান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘মাদকাসক্ত সন্তানকে আটকের জন্য তার বাবা-মা আমার কাছে এসেছিলেন। এসে দুজনেই অঝরে কান্না করে বলেন, আমার ছেলেকে আপনি আটক করেন। আমি তখন বললাম- কেন তোমার ছেলেকে আটক করবো? জবাবে ওই সন্তানের বাবা-মা বলেন, আমরা কিছুই করতে পারছি না। আমার বাড়ি ঘরের সব জিনিস বিক্রি করে দিচ্ছে। আমরা তার বাবা-মা। আমাদেরও মারধর করছে। এ হচ্ছে মাদকের কুফল ও ভয়াবহতা। পুরো পরিবারকে অতিষ্ঠ করে তোলে। এ অবস্থা থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে হবে।
দেশকন্ঠ/অআ