দেশকন্ঠ প্রতিবেদন : ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বাংলাদেশ টুরিস্ট পুলিশের মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন ওই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি শিমুলিয়া ঘাট থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে আবার ঘাটে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, সঞ্জয় কুমার কুন্ড, পুলিশ সুপার আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার ও টুরিস্ট পুলিশের মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোনের ইনচার্জ শাহদাৎ হোসেনসহ টুরিস্ট পুলিশের অন্যান্য সদস্যরা।
দেশকন্ঠ/অআ