দেশকন্ঠ প্রতিবেদন : পর্যটকদের চাহিদার কারণে কক্সবাজার ও মালদ্বীপের রাজধানী মালেতে দু’টি রিটার্ন টিকিট ক্রয় করলেই দুই রাতের জন্য হোটেল ফ্রি অফারটির মেয়াদ বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের এভিয়েশনের সঙ্গে পর্যটনকে আকর্ষণীয় করার লক্ষ্যে পর্যটকদের জন্য ‘টিকিট কিনলেই হোটেল ফ্রি’ এর অফার দিয়েছে ইউএস-বাংলা। এ অফারটি সংগ্রহের সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। যা ইউএস-বাংলার নিজস্ব যেকোনো সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া, ৩১ আগস্ট পর্যন্ত এ অফারে ভ্রমণ করা যাবে। উল্লেখ্য, ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সময়ে অফারটি কার্যকর থাকবে না।
অফারটি দুইজন প্রাপ্ত বয়স্ক পর্যটক এর জন্য প্রযোজ্য হবে। প্রাপ্ত বয়স্ক পর্যটকের সঙ্গে পাঁচ বছরের নিচের সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত স্টান্ডার্ড হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এছাড়া, হোটেলের সঙ্গে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফারও ফ্রি। সমুদ্রকেন্দ্রিক পর্যটনকে আকৃষ্ট করতে বাংলাদেশি পর্যটকদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা। সেই সঙ্গে মালদ্বীপকে উপভোগ করার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স টিকিট কিনলেই হোটেল ফ্রি এর অফার দিয়েছে। এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে।
দেশকন্ঠ/অআ