দেশকন্ঠ প্রতিবেদন : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘণ্টা দেড়েক ধরে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ১৩ জুলাই বিকেলে স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ভারতীয় কয়েকটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ট্রাকগুলোতে ব্লিচিং পাউডার ভারত থেকে দেশে আমদানি করা হয়েছিল।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রজব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনামসজিদ স্থলবন্দরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট উপস্থিত হয়ে কাজ করছে। ভারতীয় ৩-৫টি ট্রাকে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায়, জানা যায়নি। সোনামসজিদ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, বিকেল ৪টায় পানামা পোর্ট লিংক লিমিটেডের মধ্যে ভারতীয় ট্রাকে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে, তাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
দেশকন্ঠ/অআ