দেশকণ্ঠ প্রতিনিধি : ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকস। ১৯ জুলাই চেষ্টার-লি-স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় দিবেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে শারীরিক ও মানসিক ধকল কাটাতে ওয়ানডে ক্রিকেটকে বিদায় দিচ্ছেন ৩১ বছর বয়সী স্টোকস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিন এক বিবৃতিতে স্টোকস বলেন, ‘ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি। কাল ডারহামে ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে নিজের শেষ ম্যাচটি খেলবো।’
তিনি আরও বলেন, ‘এই ফরম্যাটে আমার সতীর্থদের শতভাগ দিতে পারছি না আমি। এটা নিয়ে সিদ্ধান্ত নেয়া অনেক কঠিন বিষয় ছিল। আমি আমার সতীর্থদের সাথে খেলা প্রতিটি মিনিট উপভোগ করেছি। সামনে আমাদের আরও ভালো সময় আছে। এই ফরম্যাটে আমার সতীর্থদের শতভাগ না দিতে পারার চেয়ে এই সিদ্ধান্ত বেশি কঠিন ছিল না। ইংল্যান্ড দল এমন কিছু প্রত্যাশা করে না।’
২০১৯ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ^কাপ জিতে ইংল্যান্ড। ফাইনালের মঞ্চে ইংল্যান্ডকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখেন স্টোকস। ৯৮ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। স্টোকস বলেন, ‘এই মুহূর্তে তিনটি ফরম্যাট আমার জন্য এখন চালিয়ে যাওয়া কঠিন। ব্যস্ত সূচির জন্য শুধু আমার শরীর যে নিতে পারছে না, তা নয়, আমার মনে হচ্ছে আমি আরেকজন খেলোয়াড়ের জায়গা ধরে আছি যে কিনা জস এবং তার দলকে আরও বেশি দিতে পারবে।’ তিনি আরও বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটে সব কিছু দিতে প্রস্তুত। এই মুহূর্তে, এমন সিদ্ধান্ত নিয়ে আমার মনে হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটেও পরিপূর্ণ মনোযোগ দিতে পারবো।’
দর্শক, সমর্থক ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্টোকস, ‘সব সময় আমি ইংল্যান্ডের ভক্ত-সমর্থকদের সমর্থন পেয়েছি। আশা করছি সামনেও পাব। আপনারা বিশ্বের সেরা সমর্থক।’ ইংল্যান্ডের হয়ে ১০৪টি ওয়ানডে খেলেছেন স্টোকস। ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ২৯১৯ রান করেছেন বাঁ-হাতি এই ব্যাটার। বল হাতে ৭৪টি উইকেট নিয়েছেন ডান-হাতি বোলার স্টোকস। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে ওয়ানডে অভিষেক হয় স্টোকসের।
সম্প্রতি ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োইন মরগান অবসর নেন। ১৭ জুলাই শেষ হওয়া ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ৪৮ রান করেন স্টোকস।
দেশকণ্ঠ/আসো