দেশকন্ঠ প্রতিবেদন : ওয়ানডে সিরিজে তবু লড়াই করেছিল। টি-টোয়েন্টিতে এসে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না আয়ারল্যান্ড। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয়টিতেও হেসেখেলে জিতেছে কিউইরা। বুধবার রাতে বেলফাস্টে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে মিচেল স্যান্টনারের দল। এতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ড্যান ক্লেভার ৫৫ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৭৮ রানের হার না মানা ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে ১৭৯ রানের বড় সংগ্রহ এনে দেন। এছাড়া ওপেনার ফিন অ্যালেন ২০ বলে ৩৫, গ্লেন ফিলিপস খেলেন ১৬ বলে ২৩ রানের ইনিংস।
জবাবে ডাফি-সোধিদের তোপে ১৩.৫ ওভারেই মাত্র ৯১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আট নম্বরে নেমে মার্ক এডায়ার ২২ বলে ২৭ না করলে আরও বড় লজ্জায় পড়তো ৫৪ রানে ৭ উইকেট হারানো দলটি। ১৪তম ওভারে ৫ বল করে শেষ ৩ উইকেট তুলে নেন মাইকেল ব্রেসওয়েল। ইশ সোধি ২১ রানে ৩টি আর জ্যাকব ডাফি ২০ রানে নেন দুটি উইকেট।
দেশকন্ঠ/অআ