দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর যাত্রাবাড়ী থানার ভাঙ্গা প্রেস এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হামিদুল ইসলাম মাহিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী কামাল বলেন, সকাল ১১টার দিকে ভাঙ্গা প্রেস মেইন রোড এ মাদ্রাসা ছাত্র রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করেছে শুনেছি। নিহতের বাড়ি মুন্সীগঞ্জ জেলা লৌহজং থানা এলাকায়। তার বাবার নাম মনির হোসেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে আহত এক শিশুকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
দেশকন্ঠ/অআ