দেশকন্ঠ ডেস্ক : প্রয়াত হলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবলার সমর ব্যানার্জি, যিনি বদ্রু ব্যানার্জি নামেই পরিচিত। শুক্রবার রাত ২.১০ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি ফুটবলার। বয়স হয়েছিল ৯২ বছর। রেখে গেলেন নাতনি এবং পুত্রবধূকে।
২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। গত কয়েকদিন ধরেই সঙ্কটজনক অবস্থায় ছিলেন। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। প্রায় ২৪ দিনের লড়াইয়ের পর শুক্রবার মধ্যরাতে প্রয়াত হলেন বদ্রু ব্যানার্জি। পিকে ব্যানার্জি, চুনী গোস্বামী, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্তর পর বাংলার ফুটবল হারাল আরও এক কিংবদন্তিকে।
১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বদ্রু ব্যানার্জি। চার নম্বরে শেষ করেছিল ভারত। তাঁর নেতৃত্বেই আন্তর্জাতিক মঞ্চে দেশের সেরা পারফরম্যান্স। ১৯৫২ থেকে ১৯৫৯ পর্যন্ত মোহনবাগানে খেলেন। ১৯৫৮ সালে অধিনায়কও ছিলেন। সবুজ মেরুন জার্সিতে ১০টি ট্রফি জিতেছেন। ১৯৫৩ এবং ১৯৫৫ সালে প্রথমবার ডুরান্ড কাপ এবং রোভার্স কাপ জেতে মোহনবাগান। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন। মোহনবাগান দলের সঙ্গে ইন্দোনেশিয়া, হংকং এবং সিঙ্গাপুরে বিদেশ সফরেও গিয়েছিলেন বদ্রু ব্যানার্জি। সেই সফরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন তিনি।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চারটে গোল রয়েছে কিংবদন্তি ফুটবলারের। সবুজ মেরুন জার্সিতে মহমেডানের বিরুদ্ধে করেছেন পাঁচ গোল। ফুটবলার এবং কোচ হিসেবে সন্তোষ ট্রফি জেতার নজির রয়েছে তাঁর। ১৯৫২ থেকে ১৯৫৬ পর্যন্ত বাংলার সন্তোষ ট্রফি দলের নিয়মিত সদস্য ছিলেন। ১৯৫৩ এবং ১৯৫৫ সালে ফুটবলার হিসেবে সন্তোষ জেতেন। ১৯৬১ সালে বাংলার কোচ হিসেবে জেতেন সন্তোষ ট্রফি। ভারতীয় ফুটবল দলের নির্বাচকও ছিলেন। মানস ভট্টাচার্য এবং বিদেশ বসুর মতো ফুটবলারকে তিনিই তুলে আনেন। ২০০৯ সালে মোহনবাগান রত্ন পান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে।
দেশকন্ঠ/রাসু