দেশকন্ঠ প্রতিবেদন : দুরন্ত জয়ে কাসেমিরো-পরবর্তী যুগ শুরু হলো রিয়াল মাদ্রিদের। মৌসুমের প্রথম ম্যাচে কষ্টেসৃষ্টে জিতলেও দ্বিতীয় ম্যাচেই রিয়ালের চ্যাম্পিয়নসুলভ দাপটের দেখা মিলল। সেল্টা ভিগোকে ৪-১ গোলে ধসিয়ে দিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল লস ব্লাঙ্কোসরা। ম্যাচে রিয়ালের হয়ে জাল খুঁজে পেয়েছেন করিম বেনজেমা, লুকা মদরিচ, ভিনিসিয়াস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে। ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর প্রক্রিয়া সম্পন্ন করছেন কাসেমিরো, তাই সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের একাদশে ছিলেন না এই ব্রাজিলিয়ান। চোটের কারণে ছিলেন না টনি ক্রুসও। মধ্যমাঠে এই ম্যাচে কাসেমিরো এবং ক্রুসের জায়গা নিয়েছিলেন দুই ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। এই ম্যাচ দিয়ে মাদ্রিদের মধ্যমাঠে নতুন যুগেরই শুরু হলো যেন!
নতুন মৌসুমে বেনজেমার প্রথম গোলের সুবাদে ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা বেনজেমা। ২৩ মিনিটে পেনাল্টি থেকেই রিয়ালের গোল শোধ দেয় স্বাগতিক সেল্টা ভিগো। পেনাল্টি থেকে সেল্টার স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো আসপাস বল জালে জড়ান। ৪১ মিনিটে দারুণ এক টপ কর্নার ফিনিশে লক্ষ্যভেদ করেন রিয়ালের ক্রোয়েশিয়ান ‘মায়েস্ত্রো’ মদরিচ। ডেভিড আলাবার পাস ধরে বক্সের ভেতর ঢুকে বাঁকানো শট সেল্টার জাল কাঁপান এই অভিজ্ঞ মিডফিল্ডার। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দুর্ধর্ষ এক প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। মদরিচের রক্ষণচেরা পাস ধরে স্বাগতিক গোলরক্ষক অগাস্তিন মার্কেসিনকে একপ্রস্থ ঘুরিয়ে বল জালে ঠেলে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মিনিট দশেক পরেই আরেকটি সফল প্রতি-আক্রমণে সেল্টা ভিগোকে ম্যাচ থেকে ছিটকে দেয় রিয়াল। এবার এবার ভিনিসিয়াসের সেন্টার ধরে বল জালে জড়ান রিয়ালের উরুগুয়ান ফরোয়ার্ড ভালভার্দে। শেষদিকে বদলি এদেন হ্যাজার্ড পেনাল্টি মিস না করলে রিয়ালের জয়ের ব্যবধান আরও বাড়তে পারত। মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল।
দেশকন্ঠ/অআ